‘বিদ্রোহী কবি’নামেতে, খ্যাত চরাচরে,
জন্মস্থান চুরুলিয়া প্রণমি কবিরে।
কবির গ্রামের পীর-পুকুরের কাছে,
হারুত মারুত নামে, দুটি গাছ আছে্।


তার তলে বসি কবি, লেখেন ‘সঞ্চিতা’
লিখিলেন ‘অগ্নিবীণা’, ‘বিদ্রোহী’ কবিতা।
বাল্যকালে দুখুমিঞা, ছিল তার নাম,
লেটোদের দলে কবি, গাহিতেন গান।


গরীব ঘরেতে জন্ম, অন্ন নাই ঘরে,
বাড়ি ছাড়িলেন কবি, চাকরির তরে।
রুটির দোকানে এক, পেলেন চাকরি,
সেনাদলে যোগদান, ঐ চাকরি ছাড়ি।


বিদেশীর অত্যাচারে, ভারতীয়গণ,
কারাগারে করিছেন, মত্যুকে বরণ।
‘শেকল ভাঙার গান’ গাহিলেন তিনি,
স্বাধীনতা পেল তাই, ভারত জননী।


চতুর্দশপদী
পয়ার ছন্দ