অজয় নদীর এপারেতে
ছোট্ট গ্রামটি আমার,
শীতল তরুর ছায়ায় ঘেরা
এ গাঁয়ের চারিধার।


তেঁতুল ও বট গাছের শাখায়
কত পাখি বাঁধে বাসা,
খড়ো ছাওয়া সেই মাটির ঘরে
আছে মাটির ভালবাসা।


সকাল হতে সন্ধ্যে পর্যন্ত
এ গাঁয়ের লোক কাজ করে,
ঘাটের মাঝি নৌকা চালায়
শেষে সন্ধ্যায় ফেরে ঘরে।


গাঁয়ের মাঝে তালপুকুরের ধারে
একটি ছোট আট চালার ঘর,
সন্ধ্যায় সেথা হ্যাজাকবাতি জ্বলে
রাতে বসে কবিগানের আসর।


গাঁয়ের শেষে পোড়ো মন্দির
পাশে দুটো নিমের গাছে,
রাতের বেলায় বাদুড় ওড়ে,
শেয়াল ডাকে তার কাছে।


এ গাঁয়েতে জন্ম আমার,
ফের যেন এই গাঁয়েতে আসি,
গাঁয়ের ছায়া আর মাটির মায়া,
এই গাঁ আমি বড়ই ভালবাসি।