পৌষমাসে পিঠেপুলি ......সারাগাঁয়ে খুশির জোয়ার
মকর পরবে করি সবারে আহ্বান (ষষ্ঠ পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষমাসে পিঠেপুলি টুসু পূজা হয়,
হিমেল পরশ লাগে প্রভাত সময়।
গাঁয়ের বধূরা সবে সকালে বিকালে,
পায়েতে নাচায় ঢেঁকি চালগুঁড়ি চালে।


ঘরে ঘরে পিঠা হয় মকর পরবে,
সারাগ্রাম মেতে উঠে পিঠে উত্সবে।
তিল চাঁছি গুড় আর নারিকেল সাথে,
সকাল সন্ধ্যায় পিঠে কভু মাঝরাতে।


সকলেই পিঠে খায় বসি আঙিনায়,
তিল পিঠে গুড় পিঠে দুধপুলি খায়।
ধন্য ধন্য পল্লীগ্রাম আহারের ঝোঁকে,
পেটপুরে খায় পিঠে গাঁয়ে সব লোকে।


পিঠেপুলি উত্সবে মেতে উঠে গ্রাম,
সারাদিন পিঠে গড়ে নাহিক বিরাম।
মকর পরবে করি সবারে আহ্বান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।