পৌষ ডাক দিয়েছে....... এসে গেল পৌষমাস
পৌষ-পার্বণের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছেয়েছে আকাশ আজি ঘন কুয়াশায়,
পূবের আকাশে রবি দেখা নাহি যায়।
উত্তরে হাওয়া বয় শীত লাগে ভারি,
রাঙাপথে গরুগাড়ি চলে সারি সারি।


পৌষমাসে শীত ভারি সহ্য নাহি হয়,
তরুশাখে কাঁপে পাখি প্রভাত সময়।
পৌষমাস সংক্রান্তি খুশির উত্সব,
পিঠেপুলি ঘরে ঘরে পিঠে খায় সব।


দুধ চাঁছি তিল গুড় নারিকেল আর,
তাই দিয়ে পিঠে হয় সুস্বাদু আহার।
বাটিপিঠে সরাপিঠে যতেক প্রকার,
তিল ছাঁই দুধ খোয়া নানা উপাচার।


সকাল বিকাল কভু সাঁঝের বেলায়,
সকলেই দুধ দিয়ে তিল পিঠে খায়।
পৌষমাস সংক্রান্তি দেরি নাই আর,
লক্ষ্মণ ভাণ্ডারী লিখে কবিতায় তার।