পৌষ ডাক দিয়েছে....... এসে গেল পৌষমাস
পৌষ-পার্বণের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হিমের পরশ লাগে শীতের সকাল,
রবির কিরণে হয় পূর্ব দিক লাল।
দূর্বা ঘাসে হিম পড়ে সমীরণ বয়,
পৌষ মাসে খুব শীত সহ্য নাহি হয়।


উনুনেতে কাঠ জ্বেলে আগুন জ্বালায়,
মুড়ি ভাজে বড় বউ বসি আঙিনায়।
আঙিনায় বসি শিশু গুড়মুড়ি খায়,
দাদু খায় গরম চা বসিয়া মোড়ায়।


পৌষ মাস এলে দেখি সবাকার ঘরে,
গুড় পিঠে গড়ে সবে আহারের তরে।
ঘরে ঘরে পিঠে হয় পড়ে যায় সাড়া,
পিঠেপুলি উত্সবে জেগে ওঠে পাড়া।


নতুন চালের গুঁড়ি তাতে হয় পিঠে,
তার সাথে পুর দিলে হয় অতি মিঠে।
পিঠে খেতে এসো হবে করি নিমন্ত্রণ
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।