পৌষ ডাক দিয়েছে....... এসে গেল পৌষমাস
পৌষ-পার্বণের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গগনে উঠিল রবি লোহিত বরণ,
প্রভাত পাখিরা গায় হরষিত মন।
হিমের পরশ লাগে আজ খুব শীত,
তরুর শাখায় বসি পাখি গাহে গীত।


রাঙাপথে গরুগাড়ি সারি সারি চলে,
পাশ দিয়ে লোকজন চলে দলেদলে।
শীতের পরশ লাগে শীত লাগে গায়,
সোনালী কিরণ ঝরে মোর আঙিনায়।


সকালে বিকালে কভু সাঁঝের সময়,
সবাকার ঘরে ঘরে পিঠে পুলি হয়।
সরা পিঠে গুড় পিঠে বিবিধ প্রকার,
তিল গুড় সহকারে উত্তম আহার।


নলেন গুড়ের গন্ধে জেগে ওঠে পাড়া,
পৌষ এলে চারদিকে পড়ে যায় সাড়া।
পৌষ মাসে পিঠেপুলি হয় ঘরে ঘরে,
লিখিল লক্ষ্মণ কবি কবিতার পরে।