পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস
এসো পৌষ যেও না  (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষমাস সংক্রান্তি
               মহা ধূমধাম,
পিঠে পুলি উত্সবে
            মেতে উঠে গ্রাম।



পৌষমাসে পিঠেপুলি
গুড় পিঠে সরুচুকুলি
খেজুর গুড় পিটুলি
              নাহিক বিরাম,


ভাপা পিঠে খায় সবে
              খুশি অবিরাম।
পিঠেপুলি উত্সবে
           মেতে উঠে গ্রাম।



সংক্রান্তি দিনে আজি
             নদীঘাটে ভিড়,
জন সমাগম হয়
             অজয়ের তীর।



নদীঘাটে স্নান করে,
গোরুর গাড়িতে চড়ে,
সকলেই চলে ঘরে
             ফাঁকা নদী তীর,


শীতল বাতাস বয়
               বহিছে সমীর।
শীতল সমীরে দোলে
               পাখিদের নীড়।



অজয়ের ঘাটে নামে
              সাঁঝের আঁধার,
শাল পিয়ালের বনে
              কালো চারিধার।


পূর্ণিমার চাঁদ ওঠে
গগনেতে তারা ফুটে
জোছনায় মাথা কুটে
           নদী দুই ধার,


শীতে কাঁপে ঠকঠক
            অজয়ের পাড়।
নদীজল কলকল
            বহে অনিবার।