পৌষমাসে পিঠেপুলি ......সারাগাঁয়ে খুশির জোয়ার
মকর পরবে করি সবারে আহ্বান (সপ্তম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষমাসে পিঠেপুলি মকর পরব,
ঘরে ঘরে হাসি খুশি আর কলরব।
সকালে বিকালে পিঠে কভুবা সন্ধ্যায়,
পেট পুরে সকলেই তিল পিঠে খায়।


নারিকেল পুর দিয়ে সুস্বাদু আহার,
তিল পিঠে দুধ পিঠে বিবিধ প্রকার।
চালগুঁড়ি দিয়ে পিঠে হয় প্রতি ঘরে,
ঘরে ঘরে পিঠে গড়ে আহারের তরে।


পৌষমাসে টুসু পূজা ভারি ধুমধাম,
টুসু পূজা উত্সবে মেতে উঠে গ্রাম।
সারা মাস টুসু পূজা রাত্রি জাগরণ,
সারা রাত্রি টুসু গান হরষিত মন।


রজনী প্রভাত হলে যতেক কুমারী,
নদীঘাটে আসে সবে ভিড় হয় ভারি।
পৌষ সংক্রান্তি দিনে টুসুর ভাসান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।