পৌষমাসে পিঠেপুলি .......সারাগাঁয়ে খুশির জোয়ার
মকর পরবে করি সবারে আহ্বান (অষ্টম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষমাসে শীত ভারি প্রভাত সময়,
ঘরে ঘরে পিঠেপুলি ভারি মজা হয়।
দুধ চাঁছি গুড় দিয়ে তৈরি হয় পিঠে,
নারিকেল পুর দিলে লাগে খুব মিঠে।


কাঠের আগুন জ্বেলে পিঠে সিদ্ধ হয়,
সকালে বিকালে কভু সন্ধ্যার সময়।
রাত জেগে সকলেই তিলপিঠা করে,
সারাদিন পিঠে খায় তাহে পেট ভরে।


মকর পরবে করি সবারে আহ্বান,
অজয়ের নদীঘাটে এসো করি স্নান।
অজয়ের নদীচরে আজ বসে মেলা,
মিষ্টির দোকান আর সার্কাসের খেলা।


মকর সংক্রান্তিতে পিঠের উত্সব,
সবাকার ঘরে ঘরে হাসি কলরব।
রাতে হয় টুসু পূজা গায় টুসু গান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।