পূজা এসে গেল কাছে.... খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে পুলক জাগিছে মনে
পুলকিত সবার হৃদয়,
প্রভাতে উঠিল রবি কিবা অপরূপ ছবি
মৃদুমন্দ সমীরণ বয়।


কচি কচি ধানগাছে খেত মাঠ ভরে আছে
হেরি সবুজের অভিযান,
গাঁয়ের মন্দির মাঝে ঢাক ঢোল কাঁসি বাজে
ভেসে আসে আগমনী গান।


অজয় নদীর কাছে মহুলের বন আছে
মহুল তলায় বাঁশি বাজে,
মাদলের তালে তালে সাঁওতালী দলে দলে
গান গায় হাত ধরি নাচে।


শারদীয়া উত্সবে মাতে সবে কলরবে
জামা প্যাণ্ট কিনিবার ধূম,
এবার দুর্গাপূজায় ধূতিশাড়ী কেনা চাই
সারারাতি নাহি চোখে ঘুম।


পূজার বোনাস চাই কারখানা বন্ধ তাই
শ্রমিকের ভাগ্য বিপর্যয়,
পূজা এসে গেল কাছে কিছুদিন বাকি আছে
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।