পূজা এসে গেল কাছে.... খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নীল আকাশের গায় সাদা মেঘ ভেসে যায়
শরতের শোভা মনোহর,
অজয়ের দুই কূলে ভরে আছে কাশ ফুলে
সোনা রোদ ঝরে নদীচর।


ফুটিল শিউলি ফুল টগর জুঁই বকুল
ফুলের সৌরভে ভরে মন,
সরোবরে স্বচ্ছ জল বিকশিত শতদল
ছুটে আসে যত অলিগণ।


তরুশাখে পাখি সব করে কত কলরব
সাদামেঘ আকাশেতে ভাসে,
ছাড়িয়া পূবের মাঠ অজয়ের নদীঘাট
মোর গ্রাম সীমানার পাশে।


অজয়ের দুইকূলে ভরে আছে কাশফুলে
শরতের শোভা মনোহর,
পূবদিকে রবি উঠে বনে বনে ফুল ফুটে
সোনারোদ ঝরে নদীচর।


পূজা এসে গেল কাছে পুলকে হৃদয় নাচে
পূজায় নতুন জামা চাই,
মন্দিরে সকাল সাঁঝে পূজার বাজনা বাজে
আনন্দে নাচে দুটি ভাই।