পূজা এসে গেল কাছে.... খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে শিউলির বনে বনে
ফুটিল শিউলি রাশি রাশি,
আজিকে প্রভাত বেলা টগর ফুটিল মেলা
মধুকর জুটে সেথা আসি।


সরোবরে নীল জল প্রস্ফুটিত শতদল
আমি শুধু থাকি চেয়ে চেয়ে,
বসি ফুলের উপর গুঞ্জরিছে মধুকর
ঘুমায় ফুলের মধু খেয়ে।


শরতের রং লাগে হৃদয়ে পুলক জাগে
এসে গেল পূজার সময়,
পূজার বাজার চাই কোথা গেলে টাকা পাই
জাগে মনে কত সংশয়।


শ্রমিক কাঁদিয়া ফিরে ভাসিছে নয়ন নীরে
কারখানা গেটে ঝুলে তালা,
এবর্ষে হয়নি বৃষ্টি তাই বুঝি অনাসৃষ্টি
সহিছে কৃষক কত জ্বালা।


ঘরে কারো অন্ন নাই চাষী করে হায় হায়
পূজায় চাষীর চোখে জল,
বন্ধ কল-কারখানা কারখানা যেতে মানা
শ্রমিকেরা করে কোলাহল।