বসন্তের রং লাগে...... রাঙিয়ে দিয়ে যাও
দোল পূর্ণিমার কবিতা (নবম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


রং যদি গায়ে লাগে হৃদয়ে পুলক জাগে
আজিকে হবে রঙের খেলা,
ছোট বড় সকলেই খুশি রং লাগিয়েই
রং খেলে কাটে সারাবেলা।


আজি দোল পূর্ণিমায় সকলে রং মাখায়
রং মেখে খুশি হয় সবে,
বর্ষে বর্ষে দোল আসে রং মেখে সবে হাসে
মেতে উঠে হাসি কলরবে।


মাটি লেপা আঙিনায় রং মেখে নাচে গায়
আনন্দে দুহাত মেলে নাচে,
জুটিয়া সকল ছেলে একসাথে রং খেলে
আমার বাড়ির খুব কাছে।


গাঁয়ের পথের বাঁকে সকলে আবীর মাখে
সবাকার মেতে উঠে প্রাণ,
লাজে রাঙা রাঙাবধূ, কভু হাসে কাঁদে শুধু
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।