অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
ডুবে রবি সাঙ্গ হয় দিবসের খেলা।
পাখিরা বাসায় ফেরে আঁধার ঘনায়,
চাঁদ উঠে তারা ফুটে আকাশের গায়।


জোছনায় নদীজল ঝিকিমিকি করে,
তরীখানি আছে বাঁধা অজয়ের চরে।
অদূরে শ্মশানঘাটে জ্বলে মৃতদেহ,
চিতার আগুনে কাঁদে মায়াময় স্নেহ।


শাল পিয়ালের বনে শেয়ালেরা হাঁকে,
কুকুরেরা ডাক ছাড়ে অজয়ের বাঁকে।
রাত কাটে ভোর হয় অজয়ের ঘাটে,
রাঙা রবি দেয় উঁকি চাঁপাডাঙা মাঠে।


সোনালী কিরণ ঝরে অজয়ের জলে,
অজয়ের ঘাট ভরে যাত্রী কোলাহলে।