শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাতে আজি সোনারোদ ঝরে,
সাদা মেঘ ভেসে চলে অম্বরে অম্বরে।
আঙিনায় ধারে ধারে কচি দূর্বা ঘাসে,
শিশিরের বিন্দু ঝরে মুক্তা সম হাসে।


শিউলি ফুটিল বনে ফুটিল টগর,
মাধবী মল্লিকা যুঁথী শোভা মনোহর।
অজয়ের দুই ধারে শোভে কাশবন,
অপরূপ শোভা হেরি ভরে উঠে মন।


সরোবরে বিকশিত কুমুদ কমল,
গুঞ্জরিয়া আসে ধেয়ে যত অলিদল।
মরাল মরালী ভাসে সরোবর জলে,
পাশে তার ধানখেত সোনাধান ফলে।


শরতের আগমনে শঙ্খ ঘণ্টা বাজে,
ঢাকঢোল কাঁসি বাজে মন্দিরের মাঝে।
দেবী বন্দনার আজি হয়েছে সময়,
সবারে আহ্বান করি আর দেরি নয়।