শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ ( নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের সাদামেঘ ভেসে ভেসে চলে,
প্রভাত পাখিরা সব মাতে কোলাহলে।
অরুণ বরণ রবি পূর্ব দিকে উঠে,
কাননে কুসুম কলি সবগুলি ফুটে।


শিউলির ডালে কুঁড়ি ফুটিল যখন,
সূর্যালোকে পড়ে ঝরে ফুল অগণন।
ফুটিল টগর কত ফুটে কেয়া ফুল,
স্বর্ণচাঁপা বেলি আর মল্লিকা বকুল।


কচুরিপানায় ভরে আছে দিঘি জল,
মাঝখানে আছে ফুটে শালুক কমল।
সকালের সোনারোদ জলে পড়ে ঝরে,
দিঘিজলে হাঁসগুলি কোলাহল করে।


অজয়ের নদীঘাট গ্রাম সীমানায়,
দুইপারে ছোট গ্রাম সবুজ ছায়ায়।
সবুজ ধানের খেত রাঙাপথ ধারে,
দুই কূলে কাশবন অজয়ের পারে।