শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ
শরতের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গগনে গগনে সাদা মেঘ ভাসে
শরতের রবি উঠে,
কুসুম কাননে আসে অলিগণে
ফুলশাখে ফুল ফুটে।


রাঙাপথ বাঁকে বটতরু শাখে
প্রভাত পাখিরা গায়,
সোনা রোদ ঝরে অজয়ের চরে
কাশবন দেখা যায়।


নদীর দুকূলে ভরা কাশফুলে
আসে শালিকের দল,
বধূরা সকলে আসে দলে দলে
ঘরে নিয়ে যায় জল।


কচি ধানগাছে খেত ভরে আছে
কচি ঘাসে আল ভরা,
বসুধা আজিকে হেরি চারিদিকে
অপরূপা মনোহরা।


শারদ আকাশে সাদা মেঘ ভাসে
শরতের আগমনে,
তরুর শাখায় পিকদল গায়
ফুল ফুটে বনে বনে।