শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের সোনা রবি ছড়ায় কিরণ,
তরুশাখে বিহগের মধুর মিলন।
ফুটিল বকুল ফুল মল্লিকা টগর,
মধু আহরণ তরে আসে মধুকর।


শিউলির ডালে কুড়ি ফুটিল যখন,
রবির কিরণ লেগে ঝরে অগণন।
রাঙাপথে গরুগাড়ি চলে সারিসারি,
দুই ধারে তালগাছ খেজুর সুপারি।


শরতের সোনাঝরা রোদ পড়ে ঝরে,
প্রভাতে কমল কলি ফুটে সরোবরে।
রাঙাপথে একধারে কাদা জলে ডোবা,
ফুটেছে শালুক তাতে অপরূপ শোভা।


মন্দিরে কাঁসর ঘন্টা ঢাকঢোল বাজে,
সন্ধ্যায় আরতি হয় মন্দিরের মাঝে।
শারদীয়া উত্সবে মাতে বসুন্ধরা,
শারদ পূর্ণিমা রাতি অতি মনোহরা।