শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীত এলো শীতে তাই কাঁপিছে শরীর,
গ্রাম সীমানায় হেরি অজয়ের তীর।
রাঙাপথে দুইধারে তরুর শাখায়,
পাখিসব গীত গায় ঘন কুয়াশায়।


গাঁয়ের পথের বাঁকে জুটে সব ছেলে,
আগুন পোহায় সবে খড়পাতা জ্বেলে।
পাশ দিয়ে সারি সারি গরুগাড়ি ধায়,
গরুগাড়ি এসে থামে নদী কিনারায়।


কুয়াশার চাদরেতে রবি মেঘে ঢাকা,
শীতের সকালে আজি নদীঘাট ফাঁকা।
নদী ধারে মাঠে মাঠে ধান কাটে চাষী,
গাড়িতে বোঝাই ধান আনে রাশিরাশি।


উত্তরে হাওয়া বয় গায়ে লাগে শীত,
নদীতটে বটগাছে পাখি গায় গীত।
শীতের সকাল আজি সমীরণ বয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি কবিতায় কয়।