শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হিমেল পরশ লাগে শীত লাগে তাই
আগুন পোহাই এসো আগুন জ্বালাই।
অজয় নদীর ঘাট গ্রাম সীমানায়,
রাঙাপথে গাছে গাছে পাখি গীত গায়।


আম কাঁঠালের বনে হিম পড়ে ঘাসে,
খেজুর সুপারি বন তালবন পাশে।
গাঁয়ের পথের বাঁকে শালিকের মেলা,
মাঠে মাঠে চাষীদের কাটে সারাবেলা।


গলিপথ দিয়ে আসে গাঁয়ের বধূরা,
দুই পাশে ঝোপঝাড় বনের ধুতুরা।
নদীজলে স্নান করে নিয়ে আসে জল,
জল নিয়ে ঘরে ফিরে বধূদের দল।


অজয়ের নদীঘাটে নামিল আঁধার,
কুয়াশায় ছেয়ে গেছে ঘাট চারিধার।
হিমেল হাওয়া বয় শীত লাগে গায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।