শরতের আগমনী ............. দেবী দুর্গার আবাহনী
শারদীয়া দুর্গাপূজার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনী দেবীমার আবাহনী
ভিড় হয় সকাল ও সাঁঝে,
আটচালা তার কাছে দেবীর মন্দির আছে
ঢাকঢোল শঙ্খ ঘন্টা বাজে।


মাটির প্রতিমা গড়ে এগাঁয়ের সুত্রধরে
ডাকের সাজে সুন্দর কাজ,
লক্ষ্মী সরস্বতী আর গণেশ কার্তিক চার
মহিষাসুর অসুররাজ।


অসুরের সাথে রণ করে দেবী দীর্ঘক্ষণ
নিহত হয় অসুর সেনা,
হাতেতে ত্রিশূল ধরে বধিছে মহিষাসুরে
দেবী দুর্গা সিংহ-বাহনা।


আসে পুজার সময় বহে তটিনী অজয়
দুইপারে শোভে কাশবন,
সবুজ ধানের খেতে, সমীরণ উঠে মেতে
দেবীমার হয় আগমন।


জয় জয় দেবী মাতা তুমি যে সবার ত্রাতা
এসো মাগো আজি এ ধরায়,
জয় মাতা দুর্গাদেবী কহিলা লক্ষ্মণ কবি
লিখিলেন তার কবিতায়।