শিউলি ফুটেছে...... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ এসেছে শিউলি ফুটেছে
ফুটিল কত টগর,
কুসুম কাননে মধু আহরণে
ছুটে আসে মধুকর।


মোর আঙিনায় ঘাসের আগায়
রাতের শিশির ঝরে,
আঙিনার কাছে শিউলির গাছে
ফুল ফুটে থরে থরে।


সুনীল আকাশে শঙ্খচিল ভাসে
পাখা মেলে উড়ে চলে,
মরাল মরালী করে জলকেলি
কাজলা দিঘির জলে।


অজয়ের চরে সোনা রোদ ঝরে
সোনা ধান মাঠে মাঠে,
আসে গরুগাড়ি রাঙাপথ ছাড়ি
এসে থামে নদীঘাটে।


রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
শুনি বংশীর ধ্বনি,
শারদ আকাশে সাদা মেঘ ভাসে
শরতের আগমনী।