শরতের সোনাধান..... সবুজের অভিযান
শরতের সবুজ কবিতাগুচ্ছ (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের সোনা রোদ হাসে আঙিনায়,
তরুশাখে বিহগেরা সুরে গীত গায়।
শরতের সাদা মেঘ আকাশেতে ভাসে,
আছে এক ছোট দিঘি রাঙাপথ পাশে।


ফুটিল শিউলি ফুল, যুথিকা চামেলি,
দিঘিপাড়ে কেয়াফুল টগর ও বেলি।
সরোবরে বিকশিত শত শতদল,
পানকৌড়ি জলে ডুব দেয় অবিরল।


মাঠ ভরা কচি ধান জল ভরা দিঘি,
সোনালী কিরণে জল করে ঝিকিমিকি।
নয়ন দিঘির জলে রাজহাঁস খেলে,
দুপুরে স্নান করে পাড়ার সব ছেলে।


স্নান সেরে গৃহবধূ জল নিয়ে যায়,
অজয় নদীর ঘাট গ্রাম সীমানায়।
অজয়ের দুই কূল কাশফুলে ভরা,
শরতের আগমনে মেতে উঠে ধরা।