শীতের সকাল.......... কুয়াশা ঝরা মাটির আঙিনা
শীতের চাদরে ঢাকা একগুচ্ছ কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কুয়াশা ঝরানো
শীতের সকালে
                 আঙিনায় রোদ ঝরে,
হিমেল পরশে
কাঁপিছে ধরণী
                 আঙিনায় হিম পড়ে।

পূবের গগনে
হাসিছে তপন
                 প্রভাত পাখিরা গায়,
সোনার কিরণ
ছড়ায় অরুণ
                  ফুটে ফুটে বাগিচায়।

মাঠে মাঠে ফলে
সোনার ফসল
                   ফুলবনে ফুল ফুটে,
রাঙাপথ ধরে
সকালে বিকালে
                   ধান নিয়ে গাড়ি ছুটে।

অজয়ের ঘাটে
আসে গরুগাড়ি
                  রাঙা ধূলো উড়ে শুধু,
অজয়ের চরে
পড়ে আসে বেলা
                     জল নিয়ে যায় বধূ।


পশ্চিমেতে রবি
যায় অস্তাচলে
                     অজয়ের কিনারায়,
দূরে চাঁদ উঠে
লক্ষ তারা ফুটে
                     দূর আকাশের গায়।