শীতের সকাল.......... কুয়াশা ঝরা মাটির আঙিনা
শীতের চাদরে ঢাকা একগুচ্ছ কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতের সকালে
হিমের পরশে
            শীতের আমেজ লাগে,

তরুর শাখায়
বিহগেরা গায়
            প্রভাত পাখিরা জাগে।

পূরব আকাশে
সোনা রবি হাসে
              শীতের সকাল হয়,

রাখালিয়া সুরে
বাঁশি বাজে দূরে
                অজয় তটিনী বয়।

অজয়ের ঘাটে
ক্রমে বেলা কাটে
                আসে শালিকের দল,

সোনা রোদ ঝরে
অজয়ের চরে
                 করে ওরা কোলাহল।

নদী ঘাট হতে
চলে রাঙাপথে
                  সারি সারি গরুগাড়ি,

গ্রাম সীমানায়
তরুর ছায়ায়
                    বামে নদীঘাট ছাড়ি।