শীতের সকাল.......... কুয়াশা ঝরা মাটির আঙিনা
শীতের চাদরে ঢাকা একগুচ্ছ কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতের চাদরে
সারা রাত ধরে
          শীতে কাঁপে বসুন্ধরা,

শীতের সকালে
সোনালী আলোকে
            ধরা সাজে মনোহরা।

সোনা রবি হাসে
পূরব আকাশে
            সোনালী কিরণ ঝরে,

রাখালিয়া সুরে
বাঁশি বাজে দূরে
            পুলকে হৃদয় ভরে।

রাঙাপথ বাঁকে
বক ঝাঁকে ঝাঁকে
             উড়ে চলে নদীঘাটে,

শালিকের দল
করে কোলাহল
              কাঁকন তলার মাঠে।

অজয়ের চরে
বেলা আসে পড়ে
              রবি যায় অস্তাচলে,

সোনালী কিরণ
ছড়ায় তপন
               অজয় নদীর জলে।

অন্ধকার নামে
শালবন বামে
               পিয়ালের বন কাছে,

অজয়ের বাঁকে
শেয়ালেরা হাঁকে
                 পেঁচা ডাকে নিমগাছে।