শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
গেছে কনকনে শীত (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের আমেজ লাগে তরুশাখে পাখি জাগে
পূবের গগন রবি উঠে,
শীতল সমীর বয়, শীতের সকাল হয়
ফুলবনে ফুলকলি ফুটে।


চাষীসব ধানমাঠে সারাদিন ধান কটে
রাখাল বাজায় বাঁশি সুরে,
বাউলেরা গান গায় অজয়ের কিনারায়
সেই সুর ভাসে বহু দুরে।


শীতের কম্বল চাই শীত এল শোন ভাই
শীতে চাই গরম চাদর,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
দূরে দেখি অজয়ের চর।


আজিকে সাঁঝের বেলা লোকজন জুটে মেলা
কাঠ এনে আগুন জ্বালায়,
পূর্ণিমার চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
লক্ষ্মণ লিখিল কবিতায়।