সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা
শারদ সংকলন-১৪২৭ (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর পারে কাশফুল দুইধারে
শরতের শোভা মনোহর,
পূবদিকে রবি উঠে সাদা কাশফুল ফুটে
সোনারোদে হাসে নদীচর।


অজয় নদীর বাঁকে শালিকেরা নিত্য ঝাঁকে
সারাদিন ধরে করে খেলা,
খেয়ামাঝি খেয়া বায় যাত্রী পার হয়ে যায়
অবশেষে পড়ে আসে বেলা।


অজয়ের নদীঘাটে এইভাবে দিন কাটে
দিবসের শেষে সন্ধ্যা নামে,
শেষ খেয়া বায় মাঝি কূলে আনে তরী আজি
মাঝি ফিরে যায় নিজ গ্রামে।


অন্ধকার আসে নেমে কলরব যায় থেমে
নীড়ে নীড়ে পাখিসব জাগে,
একে একে তারা ফুটে পূর্ণিমার চাঁদ উঠে
জোছনায় অপরূপ লাগে।


অজয়ের নদীবাঁকে রাত্তিরে শেয়াল ডাকে
পূবের আকাশ লাল হয়,
পাখি ডাকে ভোর হয়, শীতল সমীর বয়
হয় নব অরুণ উদয়।