শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (প্রথম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণে বাদল ঝরে অঝোর ধারায়,
পথ ঘাট নদী মাঠ জলে ভরে যায়।
গগনে গগনে মেঘ অমানিশা কালো,
থেকে থেকে দেখা যায় বিদ্যুতের আলো।


রিম ঝিম বৃষ্টি পড়ে  মুষল ধারায়,
সবেগে বহিছে জল গাঁয়ের রাস্তায়।
চারিপাশে জমা যত জল আর জল,
ভিজে ভিজে চাষ করে চাষীদের দল।


নদীতে বিশাল ঢেউ প্রবল প্লাবন,
আকাশেতে কালো মেঘ করিছে গর্জন।
প্লাবনের ঘোলা জলে সব ভেসে যায়।
নদীপারে গাছপালা ভিজে বরষায়।


শ্রাবণের কালো মেঘ করিছে গর্জন,
বৃষ্টি কাব্য লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।