শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা ( নবম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদে বান এসেছে
শ্রাবণে বাদল ধারা,
স্রোতের টানে অজয় নদী
বইছে পাগল পারা।


গাঁয়ের পাশে বেড়ার ধারে
রাঙাপথে জল বয়,
অশনি ভরা বিজুলি আলো
মেঘের গর্জন হয়।


কাজলা দিঘির ধারে ধারে
সবুজ কচুর পাতা,
পাড়ের মাটি সরস হয়ে
ফুটেছে ব্যাঙের ছাতা।


আঙিনাতে জল জমেছে
ব্যাঙগুলো সব ডাকে,
মরাল ভিজে মরালী সাথে
গাঁয়ের পথের বাঁকে।


শ্রাবণ মাসে বাদল ঝরে
বরষার জল নামে,
নদীর বাঁধ ভেঙে সবেগে
জল ঢুকে সারা গ্রামে।