শ্রাবণের বাদল দিনে....... বৃষ্টি ঝরে আপন মনে
শ্রাবণের বর্ষণসিক্ত কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণের দুরন্ত বর্ষা আমাদের সকলের মধ্যে শিল্প এবং প্রকৃতির মাঝে লুকানো সৌন্দর্যকে জাগিয়ে তোলে। প্রবল বৃষ্টিতে সুজলা মাটির মায়াবী সুবাস, মাটিতে ঝরে পড়া ফোঁটা ফোঁটা বৃষ্টির আনন্দ আর মাটিতে বৃষ্টির উত্তেজনা, আকাশে বিদ্যুতের চমক আর বৃষ্টির পর মেঘে ঢাকা আকাশ আর চারদিকে প্রকৃতির সবুজের রূপ। মনে হয় প্রকৃতি যেন কোনো কারুশিল্পীর স্পর্শে সুন্দর পরিবেশ মনকে আনন্দে পরিপূর্ণ করে তোলে। শ্রাবণের দুরন্ত বর্ষায় কবির কলমে ফুটে উঠেছে শ্রাবণের বাদল দিনে কবিতাটি।


অঝোরে বাদল ঝরে শ্রাবণের মাস,
জলে ভিজে চাষীসব মাঠে করে চাষ।
সারাদিন রিম ঝিম বারি ধারা ঝরে,
নদী মাঠ খাল বিল জলে যায় ভরে।


রাস্তায় জমেছে কাদা বরষার জল,
হাঁটুজলে ব্যাঙগুলি করে কোলাহল।
সেই জলে হাঁসগুলি কাটিছে সাঁতার,
মাঠেঘাটে জমে আছে জল চারিধার।


অজয় নদীর ঘাটে প্লাবন প্রবল,
নদীবাঁধ ভেঙে গিয়ে গাঁয়ে ঢুকে জল।
নদীর স্রোতের টানে গাছপালা ভাসে,
সারাদিন বারি ঝরে শ্রাবণের মাসে।


শ্রাবণে বাদল নামে প্রবল বর্ষণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।