শ্রী শ্রী মহালক্ষ্মীর ব্রতকথা
ধর্মীয় কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ পূর্ণিমা তিথি পূণ্য শুভক্ষণ,
ঘরে ঘরে লক্ষ্মীপূজা করে সর্বজন।
সাজিয়ে মঙ্গলঘট তাহে জল ভরে,
ধান দূর্বা পুষ্প দিয়ে লক্ষ্মীপূজা করে।


ধূপ দীপ শঙ্খ আর সুগন্ধি চন্দন,
ঘৃত মধু গঙ্গা জলে লক্ষ্মীর পূজন।
সুমিষ্টান্ন ফল মুল নারিকেল কলা,
বাতাপি খেজুর আর আপেল কমলা।


শঙ্খধ্বনি দিয়ে করে লক্ষ্মী আবাহন,
উলুধ্বনি দেয় সবে যত এয়োগণ।
পূজান্তে পাঁচালী পাঠ বিধিমতে হয়,
জয় জয় লক্ষী মাতা হোক তব জয়।


সর্বশেষে অন্নভোগ লোভিয়া প্রসাদ
লক্ষ্মী পুজে সবাকার পুরে মনোসাধ।
নমো দেবী লক্ষীমাতা প্রনমি তোমায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।