স্বাধীন ভারত ........গাহি ভারতের জয়গান
জননী আমার ভারতবর্ষ (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারত স্বাধীন ভারত
গাহি স্বদেশের গান,
ভারত আমার সুখ স্বর্গধাম
ভারত দেশ মহান।


ভারত জননী ছিল পরাধীন
দুই শত বর্ষ ধরে,
কত না দুঃখ সহিয়াছি ক্লেশ
চোখ আসে জলে ভরে।


তবুও মোদের গর্ব আজিকে
নই মোরা পরাধীন,
জাতীয় পতাকা উড়িছে গগনে
এল আজি শুভদিন।


হিমালয় শিরে কুমারিকা তীরে
আসমুদ্র হিমাচল,
উড়িছে ত্রিবর্ণ জাতীয় পতাকা
বহিছে গঙ্গার জল।


স্বাধীন ভারতে এসেছে আজিকে
দেশ গড়ার সময়,
সবাকার আশা পূর্ণ হল আজি
লক্ষ্মণ ভাণ্ডারী কয়।