স্বাধীন ভারত ........গাহি ভারতের জয়গান
জননী আমার ভারতবর্ষ (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারত স্বাধীন ভারত
মোর প্রিয় জন্মভূমি,
ভারত ভূমিতে লভিয়া জনম
মা’র পদধূলি চুমি।


হিমালয় শিরে কুমারিকা তীরে
দিকে দিকে কলরব,
পঁচাত্তর বর্ষ পূর্তি হল আজি
অমৃত মহোত্সব।


এসো এসো সবে মহা উত্সবে
সবারে করি আহ্বান,
ধ্বজা ধরি হাতে গাই একসাথে
ভারতের জয়গান।


এসো এসো হিন্দু, এসো মুসলিম,
শিখ, জৈন ও খ্রীষ্টান,
বলো বলো সবে দৃপ্ত কলরবে
রাখিব দেশের মান।


স্বাধীন ভারতে প্রাণ উঠে মেতে
ফুল ফুটে রাশি রাশি,
উত্তোলন করে জাতীয় পতাকা
মেতে উঠে দেশবাসী।