স্বাধীন ভারত ........গাহি ভারতের জয়গান
জননী আমার ভারতবর্ষ (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ভারত আমার স্বদেশ মহান
আমরা ভারতবাসী,
স্বদেশের গান গেয়ে ধান কাটে
আমার গাঁয়ের চাষী।


ভারতের মাটি স্বর্গ যে আমার
জন্মেছি এই ভারতে,
দেশের গৌরবে ফুলে উঠে বুক
পুলকেতে উঠি মেতে।


স্বদেশ আমার ভারত মৃত্তিকা
মোর পূণ্য তীর্থস্থান,
ভারত ভূমিতে লভিয়া জনম
গাহি ভারতের গান।


এস এস আর্য, এস হে অনার্য
হিন্দু ও মুসলমান,
সারা ভারত জুড়ে একজাতি আছে
ভারতীয় তার নাম।


মানিব না হিন্দু, মানি না মুসলিম
কে শিখ, জৈন খ্রীস্টান,
জন গণ মন কহিছে লক্ষ্মণ
এক জাতি এক প্রাণ।