মকর সংক্রান্তি আসছে... ঘরে ঘরে টুসুপূজা
প্রচলিত টুসুগান ও গীতিকবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সত্যযুগে লক্ষ্মী নামে নারায়ণের ঘরণি
দুর্বাশার অভিশাপে হলাম মর্তবাসিনী।
ত্রেতাযুগে সীতা নামে শ্রীরামের ঘরণি।
বিমাতা কৈকেয়ীর বাদে হলাম বনবাসিনী।



অনাবৃষ্টি, অনাহারে ভুইলে মরি সংসারে,
কলহে ঘেরছে সংসার লক্ষ্মী যায় সুরপুরে।
টুসু আমার ঘরের লক্ষী টুসুর পূজা করবো,
সন্ধ্যা হলেই সবাই মিলে টুসুর গান গাইবো।



একশ টাকা নিলি কাকা দিলিরে বুড়া বরে।
বুড়ার সঙ্গে চলতে গেলে রাণিগঞ্জের শহরে।
রাণিগঞ্জের লোকে বলে, ওটি তোমার কেবটে
লাজলজ্জা সরম সজ্জা, ঠাকুরদাদা হয় বটে।


অনাবৃষ্টি, অনাহারে ভুইলে মরি সংসারে,
কলহে ঘেরছে সংসার লক্ষ্মী যায় সুরপুরে।
টুসু আমার ঘরের লক্ষী টুসুর পূজা করবো,
সন্ধ্যা হলেই সবাই মিলে টুসুর গান গাইবো।