মকর সংক্রান্তি আসছে... ঘরে ঘরে টুসুপূজা
প্রচলিত টুসুগান ও গীতিকবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



চল টুসু চল খেলতে যাব রাণীগঞ্জের বটের তলা,
আসার পথে দেখে আসবো ডুলিতে কয়লা তোলা।
রাণীগঞ্জে পিচের রাস্তায় বাসগাড়ি ট্রাক চলে,
বাসস্টপে বাস থামে লোক নামে দলে দলে।



এস টুসু বস ঘরে বসতে দিব কাঠের পিঁড়ে,
দুধ গুড় দিয়ে খেতে দিব নতুন ধানের চিঁড়ে।
বাড়ির নামু বেড়ার খেতে বড় বড় কলা ধরেছে,
সবুজ ছিলো কলার কাঁদি পেকে হলুদ হয়েছে।



এপার কুলি ওপার কুলি দু-কুলিতে বইছে জল,
কুলির জলে নেমো না টুসু হারাবে পায়ের মল।
আমার টুসু খায় না রুটি খায় শুধু দুধ ভাত,
আমার টুসু মান করেছে মানে গেল সারারাত।



চল টুসু অজয়ের ঘাট স্নান করতে যাব,
স্নান করে নদীর ঘাটে রোদে চুল শুকাব।
পৌষ মাসে টুসু পূজা ঘরে ঘরে টুসু হয়,
টুসুর গান মধুর গীতি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।