মকর সংক্রান্তি আসছে... ঘরে ঘরে টুসুপূজা
প্রচলিত টুসুগান ও গীতিকবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


টুসু কখন এলি.....
বল না তুই শ্বশুর ঘরে কেমন ছিলি?


কতদিন পরে এলুম লো, এলুম বাপের বাড়িতে,
তোদের কথা মনে পড়ে বসি যখন ভাত খেতে।


টুসু কখন এলি.....
বল না তুই শ্বশুর ঘরে কেমন ছিলি?


শ্বশুর ভালো শাশুড়ি ভাল গো আর ভাল দেওর দুটি,
দেওরের দাদা ভাল শুধু কলঙ্কিনী যে আমার ননদটি।


টুসু কখন এলি.....
বল না তুই শ্বশুর ঘরে কেমন ছিলি?


বর আমার চাকরি করে গো রাণীগঞ্জের আপিসে,
সকাল দশটায় বের হয় পতি সন্ধ্যায় ফিরে আসে।


টুসু কখন এলি.....
বল না তুই শ্বশুর ঘরে কেমন ছিলি?


আমি ঘরের নতুন বধূ গো পরণে লালপাড় শাড়ি,
রান্না বান্না করে শাশুড়ি গো আমি শুধু ভাত বাড়ি।


টুসু কখন এলি.....
বল না তুই শ্বশুর ঘরে কেমন ছিলি?