অজয়ের নদীঘাটে বেলা পড়ে আসে,
সোনালী কিরণে রবি পশ্চিমে হাসে।
নির্জন অজয় ঘাট নৌকা বাঁধা চরে,
সাঁঝের সানাই বাজে চিত্ত উঠে ভরে।

পাখিসব আসে ফিরে আপনার নীড়ে,
পাখিদের কলরব অজয়ের তীরে।
পশ্চিম দিগন্তে হেরি রবি বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।

দূরে গ্রামে জ্বলে দীপ আঁধার ঘনায়,
শাল পিয়ালের বনে চাঁদ দেখা যায়।
অন্ধকারে তারা ফুটে রাতের আকাশে,
পূর্ণিমার চাঁদ দূরে আকাশেতে হাসে।

জোছনায় নদীজল চিক চিক করে,
রাত কাটে ভোর হয় অজয়ের চরে।