বাংলা কবিতায় Review এসে খুব ভালো হয়েছে । আমাদের প্রত্যেক লেখক ও পাঠকের এই Review টার বিশেষ প্রয়োজন আছে । তা কোনো লেখকের কোনো লেখার উপর হোক বা কোনো বই এর উপর হোক Review এর বিশেষ ভূমিকা রয়েছে । আমরা অনেকে জানি প্রত্যেকটা বস্তুর ই Review দেওয়া বা দেখা সম্ভব । আমরা Review এই কারনেই দেখি যে উক্ত জিনিসটি যার Review আমি দেখবো, তাকে ব্যবহার না করে অথবা তাকে কাছে না পেয়েও সেটি কেমন ধরনের তা জেনে ফেলা । অনেক সময় অনেকে উক্ত বিষয়ের সম্মন্ধে কিছু জানা নাও থাকতে পারে । কাজেই তখন আমাদের কাছে রাস্তা একটিই বিষয়টি বা জিনিসটি কেমন তার Review দেখা ।


           Review কথাটির অর্থ হল "পর্যালোচনা" বা "সমালোচনা" আবার এই পর্যালোচনা বা আলোচনা মানে দাঁড়ায় "পরিদর্শন" করা । এখানে বিষয়টা ঠিক "বই পড়ার আগে ভূমিকা পড়ে নেয়ার মতো" । "গার্ডেন না গিয়েও যে গার্ডেন গেছেন, তার কাছ থেকে কিছু শোনা" এই ব্যপারটিও একি রকম, কিন্তু সেই ব্যক্তিকে সনাক্ত করার চেয়ে গার্ডেন ঘুরে আসা অনেক ভালো ।
কিন্তু Review এর বিশেষ ভূমিকা আছে একথা বলেছিলাম এই কারনেই যে অল্প সময়ে অনেক জিনিসের মূল্যায়ন বা কোন জিনিসটি কেমন তা জানতে বা করতে পারা ।


          তাহলে এক কথায় বলতে গেলে ---- "কোনো জিনিস হাতে না পেয়েও অল্প সময়ে জিনিসটির সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়াকে Review বলা যায় ।"


(১) লেখকের ক্ষেত্রে Review এর সুবিধা : -


যে লেখক একটি রচনা প্রকাশ করেন বা বই প্রকাশ করেন, সে অনেক সময় জানতে পারেন না যে তাঁর লেখাটি বা বইটির মান কতটা উচ্চ বা নিচ, সেই লেখা গুলি কত জন পড়ছেন, কত জনের ভালো লাগছে । কিন্তু বই টির Review লিঙ্ক বই বিক্রির Website বা লেখালেখির Website বা Online Magazine গুলোতে দেখতে পাওয়া যায়, সেখানে এটি উল্লেখ থাকে যে কতজন পাঠক উক্ত লেখাটি পড়েছেন এবং কতজন পাঠক কি মন্তব্য করেছেন এবং Review এর একটি স্থানও থাকে, কোনো বিশেষ ব্যক্তি কিংবা পাঠক উক্ত লেখাটির উপর Review দিতে পারেন । অবশ্যই সেই Review সকল পাঠক এবং লেখক দেখতে পান ।
         এর ফলে লেখক জানতে পারেন যে তার লেখা কতটা উন্নত বা অবন্নত । পরবর্তিকালে লেখক সেই বিষয়ের উপর নজর দিয়ে তা পূরন করতে পারেন । এবং ধীরে ধীরে সেই লেখকের লেখার মান অনেক উন্নত হয়ে যায় ।


         বই গুলির ক্ষেত্রেও তাই কত জন পাঠক তা কিনেছেন, কত জনের তা ভালো লাগছে, তার একটি ছোট্ট আভাস পাওয়া যায় এই Review এর মাধ্যমে ।
         এক্ষেত্রে লেখকের রচনা লিখতে সুবিধা দারুন, এবং লেখক অনুপ্রাণিতও হয় ভীষণ ।
         বিভিন্ন Website যেমন Pratilipi.com এ এই সুবিধা আছে । যেখানে লেখক নিজের লেখার উপর আসা Review দেখতে পারেন ।


(২) বাংলা কবিতায় লেখকের ক্ষেত্রে Review এর অসুবিধা : -


কিন্তু Bangla-Kobita.Com এ এই সুবিধা নেই, এখানে Review কেবল একজন Reviewer দেখতে পারেন, কোনো লেখক তার নিজস্ব লেখায় আসা Review দেখতে পান না । এক্ষেত্রে তার বিশাল অসুবিধা হতে পারে যে তার লেখা পাঠকের কতটা ভালো লাগছে এবং লেখার কোন কোন দিক গুলো কিরকম । অবশ্যই প্রতিটি লেখা আলাদা তবু সেই Review টি যদি লেখক দেখতে পেতেন তবে তার লেখার সেই দিক গুলি আরো ভালো করার চেষ্টা করতেন । পাশাপাশি তিনি অনুপ্রাণিতও হতেন এবং তার লেখার মান বহু অংশে বারতো এবং এইসব বিষয় বাংলা সাহিত্যের কাছে বিশেষ ভূমিকাও রাখতে পারতো ।
            বাংলা কবিতায় একজন লেখক অবশ্যই চান অন্য কবির লেখার উপর আশা Review দেখার পাশাপাশি নিজস্ব লেখার উপর আশা Review দেখতে, যা তার সার্বিক উন্নতিতে সহায়তা করবে ।


(৩) পাঠকের ক্ষেত্রে Review এর সুবিধা : -


Review পাঠকের ক্ষেত্রে বিশেষ একটি স্থান দখল করে আছে বহু দিন আগে থেকেই । তা যে শুধু লেখালেখি তাই নয় বিভিন্ন জিনিস এর ক্ষেত্রেই যেমন Online Shopping, Online Book Store ইত্যাদি । এসব ক্ষেত্রে সাধারন মানুষের একটি দারুন উপকার বা সুবিধা হয় যে এই জিনিসটি কেমন তা আগে থেকেই জেনে যাওয়া ।
            তেমনই সাহিত্য জগতে Review যেমন পাঠককে কাছে টানতে পারে আবার দূরেও ঠেলতে পারে । আমার মনে হয় আমরা সকলেই এই Review টাকে আগে অনুসরন (Follow) করি যে জিনিসটি কেমন কে কি বলছে একটু দেখি তো ! তাই নয় কি ?


             হুম, সেরকমই কোনো পাঠক যখন দেখবেন যে এই লেখাটির উপর বেশ ভালো Review এবং View আছে তখন সে বাকি লেখাগুলোর চেয়ে সেই লেখাটাই আগে পড়বেন । আর এটা স্বাভাবিক ভালো লেখার উপর Review বেশি পরবে এবং ভালো মতামতও আসবে । কাজেই পাঠক শ্রেনীর কাছে Review একটি বিশেষ স্থান দখল করে আছে ।


(৪) বাংলা কবিতায় পাঠকের ক্ষেত্রে Review এর অসুবিধা : -


হ্যাঁ, এই খানে বলি যে বাংলা কবিতার সদস্য, অ্যাডমিন এবং রিভিউ দাতা ছাড়া অন্য কেউ দেখতে পারছেন না । ধরুন আপনি এই Site এর সদস্য কিন্তু লেখালেখি করেন না, সেক্ষেত্রে আপনি সকলের Review দেখতে পাচ্ছেন আবার যদি আপনি লেখালেখি করেন তবুও দেখতে পারছেন, আপনার লেখার উপর আসা Review ছাড়া । আর যদি আপনি এই Site এর সদস্য না হন তবে কিন্তু আপনি প্রত্যেক কবির লেখা দেখতে পাবেন অথচ Review টি দেখতে পাবেন না । এই খানেই সমস্যা । একজন লেখকের যেমন দরকার তার নিজস্ব লেখার উপর Review দেখা তেমনি একজন বাইরের পাঠকেরও দরকার Review দেখতে পাওয়ার । কেননা হাজার হাজার কবিতার মধ্যে সেই পাঠক যদি চান সবচেয়ে ভালো লেখা গুলি পড়বেন, তবে তার সেক্ষেত্রে অসুবিধা হবে ।


              আমি বলছি না কিছু লেখা খারাপ, কিন্তু তার মধ্যে বেশি উচ্চ মানের লেখা ও কম মানের লেখা সব একসাথে আছে । কেউ নতুন লেখক কেউ বা পুরোনো । এখানে অনেক লেখক আছেন যারা রীতিমত একজন বিশিষ্ট লেখক, যাকে Online ছাড়াও কাগজ কলমে অনেকে চেনেন । আবার অনেক সখের কবিও আছেন যারা সবে মাত্র লেখার সাথে যুক্ত হলেন । কাজেই তাদের লেখা এবং একজন বিশিষ্ট কবির লেখার মধ্যে তফাৎ লক্ষ্য করা যায় । একজন পাঠক যদি চান একজন ভালো লেখকের ভালো কিছু বা নতুন কোনো লেখকের ভালো কিছু লেখা পড়বেন তবে সেক্ষেত্রে তার ভীষণ অসুবিধা ।


             এসব ক্ষেত্রে পাঠকের অনুপ্রেরণা কমতে পারে, এবং পাঠকের দৃষ্টি আকর্ষণও করতে পারেন না কোনো লেখক । আমার মনে হয় বাংলা কবিতা.কম এর ক্ষেত্রে Review সার্বজনিন করা হলে এতসব সমস্য হয়তো বা সমাধান হবে ।


বি.দ্র : নিচের ছবিটি দেখুন (বোঝার সুবিধার্তে,বাংলা কবিতার ছবি)


Mohan Das
06.04.2020