কৃষ্ণ নাম বড় মধুর
নাই তার তুলনা,
সেই নাম শুনে রাধার
বাড়ে মনে যন্ত্রণা।


ছুটে আসে রাধিকা
সখিদের সনে,
আছে  দেখে কানাই
কদম্বের কোণে।


যমুনার জল সাদা
টল টল করে,
রাধারে দেখে কানু
নতুন সুর ধরে।


সেই সুর শুনে রাধা
ছুটে যায় কাছে,
দেখে কৃষ্ণ রাধায়
মুচকিয়া হাসে।


কত আশা নিয়ে রাধা
এসেছিল যমুনায়,
কোথা গেলো কৃষ্ণ তার
গেলো সে হারায়।


হৃদে রাধার জাগে ব্যথা
সয়না সে জ্বালা,
কৃষ্ণ নাম এতই মধুর
খোলে  মন-তালা!


কত লোক কত কটু বলে
সয়না যে এ পরাণে,
চায় ছেড়ে যেতে ভুবন
জ্বালা অপমানে।


আত্মহত্যা মহা পাপ
জানায় সকলে,
সখীরা বোঝায় রাধায়
আছে ভালো  ভালে।


ধৈর্য ধরে থাক রাধা
সবুরে ফল ফলবে,
একদিন আসবে প্রাণনাথ
মন তার গলবে।


অপেক্ষার শেষ কবে
বলনা সখী সব,
কত দিন সইবো কষ্ট
কতটা সহা সম্ভব!


মান ইজ্জত সব গেলো
কোথাও কৃষ্ণ নাই,
কেন করলো কানাই এমন
কে দেবে এখন ঠাঁই?