আমি কোরোনা সবার প্রেরণা!
আছি যে এখন দম ধরে,
কেমন থাকিস, কিভাবে বাঁচিস?
দেখবো আমি দুচোখ ভরে!


মাস্ক মুখে আছিস কি সুখে?  
বুকটা করছে না ধড়ফড়?
ভাবছিস সবাই আমি কষাই
বড্ড বেশি আনপড়!


ওরে বোকা দিচ্ছি ধোকা
করছি নিজেকে পরিবর্তন,
পাচ্ছিস না টের হয়েছে ঢের
কাঠামোতে সংযোজন।  


আর.এন.এ প্রোটিন বদলাচ্ছি দিন দিন
ভাঙছি নিজেকে নিত্য,
তোদের আশা প্রতিষেধক ভরসা
প্রতিদিন করে তুলছি ব্রাত্য ।  


মাথার চুল খাড়া, বন্ধ নড়াচড়া
ঘরবন্দী আজ সব;
মহাশক্তিধর আজ বড়ো নড়বড়
নেই হুঙ্কার, নিস্তব্ধ নীরব।


কচকচানি কত বুঝিনা অতশত
দেখেছি বুদ্ধির দৌড়,
যাবো চলে গরম এলে
কর না আর একটু সবুর!  


পারবিনা বাঁধতে আবারও রুখতে  
যতই করিস ছল চাতুরী,  
অপেক্ষা কর, নামা গলার স্বর
দেখলাম অনেক বাহাদুরি!