হাতে রাখা পেয়ালাটা
গেলো কেন ভেঙে?
যে টুকু চা ছিলো কাপে
পড়লো সঙ্গে সঙ্গে।


মা আমায় বকলো তো খুব
কাঁদলাম চোখটা বুজে,
মন্দ কপাল আমার যে গো
কি হয় মাঝে মাঝে!


দাদু এসে বললো আমায়
কেন কাঁদিস খুকি?
কাঁদলে চোখ জ্বলবে তোর
নিবি কি সেই ঝুঁকি?


মনের দুঃখ রাখনা মনে
কি হবে আর কেঁদে?
মা যে তোকে ভালোবাসে
দিনরাত পুড়েও রোদে!


সেই মায়ের উপর রাগ করে
বন্ধ করলি তুই খাওয়া,
পেটটা তোর ভরবে কিসে
শুধু খেয়ে হাওয়া?


রাতের বেলা শুবি কোথায়
মা ছাড়া সব আঁধার,
থাকবি কোথায় একা একা
কোথাও নেই যাবার!


নে সরিয়ে মন থেকে রাগ
রাখ মায়ের কোলে মাথা,
আদর পাবি ফিরে আবার
দূর হবে তোর সব ব্যথা।