দাদু তোমার চুল কোথায় কবে তুমি হলে ন্যাড়া?
সেদিনও তো ছিলো লম্বা চুল ছিলো গোটা মাথা জোড়া।


মাথা ভর্তি কোঁকড়া চুল মুখের 'পরে গোঁফটা সাদা,
লাগতো তোমায় দারুণ সুন্দর ওগো আমার প্রিয় দাদা।

চুলকে দিতে বলতে পিঠটা দিতে আমায় মিষ্টির টোপ,
ভালোবেসে দিতে এঁকে মুখে আমার কার্তিকের গোঁফ!  
  
  
দুপুর বেলা গাছের নীচে শুতে শীতল পাটি পেতে,
ডাকতে আমায় শান্ত স্বরে আয়না আমার পাশে শুতে।  


শুয়ে শুয়ে করতে গল্প উড়তাম ময়ূরপঙ্খি চড়ে,
কোথায় যে হারিয়ে যেতাম সাত সমুদ্র তেরো নদীর পাড়ে!

ব্যাঙ্গমা ব্যাঙ্গমির গল্প শুনে ঘুমিয়ে যেতাম তোমার কোলে,
আলতো করে বুলাতে হাত আমার মাথার এলো চুলে।


কোথায় গেলো সেই দিনগুলো বারবার এ মনেতে পড়ে,
মন হয়ে যায় উদাস আমার পাইনা যখন তোমায় ঘরে।  


কোথায় গেলে দাদু আমার কোন আকাশের হলে তারা?
তোমার জন্য কাঁদে মনটা দুচোখেতে ঝরে বারিধারা।