সারাটা রাত জেগে থাকি
ঘুম আসে না দু'চোখে,
তোমার কথা ভাবি একা
রাখি তোমায় এ বুকে।


এ বুকেতে কত জ্বালা  
বুঝাই তোমায় কেমনে,
রাতদিন ঝরাই শুধু অশ্রু
পাগল পারা এ মনে।  


ভরা যৌবন গেলো চলে
আসলে না তো আর ফিরে,
উদাস হয়ে বসে ভাবি
চোখের পাতা না নড়ে।


নড়ে না আজ হাত পা আর
স্থবির যেন এ মন দেহ,
ডাকেনা কেউ তো ফের আবার
তাকায় না ফিরে আর কেহ।  


থাকলে না তুমি পাশে আর
বাঁধলে তুমি নতুন ঘর,
নিলে তুমি চির বিদায়
করলে তুমি আমায় পর।


এর-ই নাম জীবন যাতনা
বয়ে চলি এইভাবে,
কেউ ভাবে কভু তা নিয়ে
কেউবা থেকে যায় নীরবে।