দুচোখ মেলে দেখ তোর চারপাশ
প্রকৃতি আজকে কত সবুজ!
এমন নীল আকাশ মৃদুমন্দ বাতাস  
দেখতে পাসনি কত রোজ!


নদীর জল সব করে টল টল
নেই কোথাও একটুও কাদা,
ঝর্ণা নামছে আঁকা বাঁকা পথে
সে পথে নেই আজ বাধা।


পাখিরা সব উড়ছে নীল গগনে
উদ্দাম উচ্ছ্বাসে ভরা সে চলন,  
দূর হতে ভেসে আসে কাকলি
দূরে বুকের ভেতরের জ্বলন।


পুকুর জুড়ে মাথা তুলে মাছেরা  
করে লাফালাফি, জলকেলি;  
এমন উল্লাস দেখিনি কত যুগ
গিয়েছি যে দিনগুলো ফেলি।


নীরব নিথর আজকের চারপাশ
নেই কোথাও কোন কোলাহল,
মে মাসে থাকে যেথায় তীব্র গরম
আজকে সেথায় নামছে বাদল।  


ধরার বুকে এই যে পরিবর্তন
জানো কি কেউ পেছনের কারণ?
মনে হয় গোটা পৃথিবীর লকডাউন  
দূরেছে জল-বায়ু-মাটির দূষণ  ।  


অল্প দিনেই বুঝতে পারছি
লক ডাউনের উপকারিতা,
বুঝেছি কেন কমছে উষ্ণায়ণ
আর কি দিচ্ছে প্রকৃতি বারতা!
  
আজ প্রাণ ভরে নিয়ে শ্বাস  
তুলছি ফুসফুসেতে আলোড়ন,
আগে শ্বাস রোগে মরতো কত
দেখো কমছে তার উদাহরণ।