রাত্রি আমি নই কি সুন্দর?
নেই আমার গুরুত্ব!
বলিস সবাই শশীর কথা
সত্যি আমি ব্রাত্য?


দেখিস তারা আমার জন্য
আকাশ ঝিকমিক করে,
দেখতে পাসরে চাঁদকে তোরা
খুশিতে ভুবন ভরে!


রোদ্র উঠে করে ঝলমল
হারাই আমি আঁধারে,
থাকিস তোরা সদা ব্যস্ত
ভাবি তোদের তরে।


সারাদিনের ক্লান্তি শেষে
আসিস তোরা কোলে,
বুকে নিয়ে আদর করি
অবসাদ যাস ভুলে!


পাখির দল কুলায়ে ফিরে
খুশির নাচন নাচে,
মন ভরে আনন্দে আমার
ফিরেছে সব বেঁচে!


ভাবি সদা তোদের জন্য
জাগি ভালো চেয়ে,
ঘুমাস তোরা শান্তি সুখে
যায় যে সময় বয়ে।


নিশ্চিন্তে সব ঘুমাস যখন
মুখে ফুটে সেই ছবি
মন ভরে উঠে আনন্দে
দেখেনা কোন কবি!


ভাবে না আমাকে নিয়ে
চাঁদকে নিয়ে ভাবে,
জোছনার রূপে যায় ভুলে সব
জানিনা কি হবে?


কেউ নেই কভু আমার জন্য
করে না খরচ শব্দ!
দিনরাত শুধু ভাবনায় থাকে
কি করে করবে জব্দ!


যতই তোরা যাসরে ভুলে
নেইকো তাতে ক্ষতি,
সবাই থাকরে আনন্দেতে
হোক তোদের সুমতি।