আশ্চর্য সময় এক দীর্ঘাকার ঋজু রেখা,কাঁদে ঘর, ঘরের ভিতর
কেউ ভাবে বিষণ্ণতা,কেউ ভাবে অহংকার,কেউ ভাবে নিঃসঙ্গবিলাস
শহুরে মানুষ দেখে ওই দীর্ঘ মধুশালা , আজ দাতা ,কালকে ভিখারি
মেধাবী সে ভাষা-গান সময়ের বাঁধা জালে সারল্যমোড়কে অভিমানী


বাড়ছে বাজার-দর রূপক তালের মধ্যে রেলা আর শ্লেষের তেহাই
আজকেও মুখ ভার আকাশের ,আমাদেরও, নিম্নচাপ তৈরি হ’চ্ছে ফের
ঘুম নামা খোলা হাটে বাংলার পথে-ঘাটে বিচ্ছিন্নমানুষগুলো খোঁজে
দেবতা নতুন এক জেগে উঠবে আরেকবার সময়ের ঋজু রেখা ধ’রে