ঘরে চাল নেই চুলো নেই, ধার করেই চালাচ্ছো সংসার
তবু খরচে হ্রাস টানার মোটেও ইচ্ছা নাকি নেই তোমার?
বরং ক্রমাগত বাড়ছেই নাকি ব্যয়ের বহর
সুদে ধার করে ঘি খেতে চাও, আছে খবর
আসল শোধ করা দুরস্ত, সুদ মেটাতে করতে হচ্ছে ধার।
শুনেছি তোমার ধারের বহর বেড়ে হয়েছে পাহাড় প্রমাণ
সুদ সহ ঋণের বোঝা শোধ করতে পারবে কি সন্দিহান।
ঋণদাতা নাকি তোমাকে আর ঋণ দিতেও আগ্রহী নয়
ঋণ দিতে পাচ্ছে ভয় আবারো যদি ঋণ অনাদায়ী হয়
তাই সে কঠিন সিদ্ধান্তটি তোমাকে নাকি দিয়েছে জানান।
এখন তোমার নাকি মাথায় হাত? পড়েছ কি মহাফাঁপরে?
ঠাট বজায় রাখতে গিয়ে ঠকঠক করে কাঁপছ কি জ্বরে?
বকেয়া ঋণ আদায়ে ঋণদাতারা দু’বেলা দিচ্ছে তাড়া?
তারা তাগাদা দিলেও তুমি কোন ভাবনায় দাও না সাড়া?
বিপদ বুঝি তোমার দুয়ারে এসে ঠক ঠক করে কড়া নাড়ে।
ভাবছ কী? এখন নুন আনতে গেলে পান্তা ফুরায় প্রতিদিন?
রোজকার টানাটানির সংসার চালাতে পারবে আর কতদিন?
এই ভেবেই কি হয়রান? মুখেও নেই স্বতঃস্ফূর্ত হাসি!
শুনছি লোটাকম্বল নিয়ে চলে যেতে চাও গয়া কাশি?
তবে শোধ করার জন্য কার উপর রেখে যাবে গচ্ছিত ঋণ?