যৌবন এসেই কপাটিকা খুলে দিলো  
খাঁচার পাখীটা চকিতে নড়ে উঠলো  
    প্রেমিক-প্রেমিকা ভিন্ সাজে
     প্রেমের ভিসা লয়ে মগজে
উভয়েই পারিজাত বাগে পাড়ি দিলো।  


ভাবলো উভয়ে উড়ে যাবে মনোরথে
চাইলো মেঘদের মতোই ভেসে যেতে
     প্রেমের অজানা পথে চলে
     হারিয়ে গিয়ে মনের ভুলে
সেই পথের শেষ সীমানা টুকু ছুঁতে।    

আলাপ চারিতায় বসলো পাশাপাশি
বিশ্বাসের সবুজ বাগিচা দিলো হাসি
     ওরা স্বপনে ভেলা চড়লো  
     মনে অসীম দোলা লাগলো
সুদূর থেকে দেখলো তারা রাশি রাশি।


ঠোকা লাগলো অভিমানের দেওয়ালে      
জানে না কেহই কী আছে তাদের ভালে  
      কুয়াশার চাদর সরিয়ে
      চলল দুজনে পা বাড়িয়ে
শুকতারা আলোক ছটা ছড়িয়ে দিলে।